রাজধানীর শ্যামলীতে এসওএস শিশুপল্লীর অনাথ শিশুদের সঙ্গে সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ রবিবার দুপুরে চকলেট, মিষ্টি, ফুল ও বেলুন নিয়ে শিশু পল্লীতে যান শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সেখানকার শিশুদের বিশেষ খাবার দেওয়া হয়। একইসঙ্গে এতো উপহার এবং প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আনন্দে মেতে ওঠে শিশুরা।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তার নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, বঙ্গবন্ধুর নাতি রেদওয়ান মুজিব সিদ্দিক এবং তার স্ত্রী ও সন্তানেরা উপস্থিত ছিলেন। এ ছাড়া সেখানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল উপস্থিত ছিলেন।