রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের চারতলার গ্যালারিতে আজ রবিবার সকালে এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আজ রবিবার সকাল ৯টার দিকে চারতলা জাদুঘর ভবনের চতুর্থ তলার একটি গ্যালারিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।
জাদুঘরের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ৪৪ নম্বর গ্যালারিতে বিশ্বসভ্যতার অংশ হিসেবে চীন, কোরিয়া, ইরান ও সুইজারল্যান্ডের নিদর্শন রয়েছে। এই গ্যালারিতে আগুন লাগলেও এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূচনা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।