এক মার্কিন নাগরিক ডায়মন্ড স্টেট পার্কে পেয়েছেন ৪.৮৭ ক্যারেটের হীরক খণ্ড। অথচ প্রথমে তিনি এটিকে ভেবেছিলেন নিছক কাচের টুকরো।
ওই পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, ইভানস নামের ওই লোক তার প্রেমিকাকে নিয়ে প্রথম বারের মতো ওই পার্কে ঘুরতে গিয়েছিলেন। হাঁটাহাঁটির দশ মিনিটের মাথাতেই তিনি একটি স্বচ্ছ কাচের মতো বস্তু দেখতে পান। কারো পা কাটতে পারে ভেবে ইভানস ওই টুকরোটি পকেটে পুরে বাড়ি ফিরে আসেন।
ইভানস বলেন, ‘আমি ভেবেছিলাম এটা একটি কাটের টুকরো। এটা ছিল পুরোপুরি স্বচ্ছ। আমি আসলেই জানতা না এটা কী।’
পরে কৌতূহলবশত কাচের খণ্ডটিকে পরীক্ষাগারে নিয়ে চমকে যান ইভানস। জানতে পারেন এটা কাচ নয় বরং দামি হীরার টুকরো।
পার্ক কর্তৃপক্ষ বলেছে, এটা বিরল ঘটনা। এবারই প্রথম কেউ হীরা খুঁজে পেয়ে তাদের সাথে যোগাযোগ করেছে।
বিডি প্রতিদিন/নাজমুল