ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুলিশের দুই কর্মকর্তাকে কামড়ে পালিয়েছে আলীম মিয়া (৩২) নামের এক ওয়ারেন্টভুক্ত আসামি। শনিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যার পর উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়ায় গ্রামে এই ঘটনা ঘটে। সে ওই গ্রামের আব্দুল কাদিরের ছেলে। এই ঘটনা আহত হয়েছেন নবীনগর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) বাছির আহমেদ ও সহকারী উপপরিদর্শক (এএসআই) আশরাফুল আরিফ।
ব্রাহ্মণবাড়িয়ার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম বলেন, চাঁদাবাজি মামলায় আলীম নামে এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করতে যায় পুলিশ। সেখানে তাকে গ্রেফতার করার সময় এক পর্যায়ে সে পুলিশের এক এসআই ও এএসআইকে কামড়াতে থাকে। সে পুলিশের সাথে ধস্তাধস্তি করে এক পর্যায়ে পালিয়ে যায়। তাকে গ্রেফতারের জন্য পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। এছাড়া আলীমের বিরুদ্ধে হত্যা ও চাদাঁবাজিসহ একাধিক মামলা চলমান আছে। আহত দুই পুলিশ কর্মকর্তাকে চিকিৎসা দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল