আইফোনের জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছুই বলার নেই। আধুনিক মোবাইল ব্যববহারের অভিজ্ঞতায় বৈপ্লবিক পরিবরতন এনেছিল আইফোন। যা যত দিন এগিয়েছে ততই আধুনিক হয়েছে। মোবাইলের বাজারেও এক বৈপ্লবিক বদল এসেছিল স্টিভ জোবসের হাত ধরে। কারণ অ্যানড্রয়েড বা উইন্ডোজ নয়, একেবারে আলাদা অপারেটিং সিস্টেম নিয়ে বিশ্বের বাজার বাজিমাৎ করেছে আইফোন।
এ মাসেই বাজারে এলো বহুল প্রতীক্ষিত আইফোন ১৫। আইফোন ১৫ সিরিজে চারটি ফোন এনেছে অ্যাপল। এগুলো হলো- আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স লঞ্চ করেছে অ্যাপেল। তবে কখনো খেয়াল করেছেন কি, আইফোনের বিজ্ঞাপনে ঘড়িতে সবসময় ৯:৪১ দেখায় কেন? এর পিছনে কী কারণ রয়েছে তা নিয়ে কৌতুহল রয়েছে অনেকের মধ্যেই।
এই প্রশ্নের উত্তর তারাই বলতে পারবেন যারা আইফোনের ইতিহাস সম্পর্ক জ্ঞান রাখেন। কেন আইফোনের বিজ্ঞাপনে ৯টা ৪১ মিনিট বেজে থাকার কারণ লুকিয়ে রয়েছে আইফোনে জন্ম লগ্নে। অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবস ২০০৭ সালের ৭ জানুয়ারি সানফ্রান্সিসকোতে আয়োজিত এক অনুষ্ঠানে আইফোনের ঘোষণা দেওয়ার ছয় মাস পর বাজারে এসেছিল প্রথম আইফোন। যখন ২০০৭ সালের ২৯ জুন স্টিভ জবস তার কোম্পানির প্রথম আইফোন ও আইপ্যাড জনসম্মুখে উন্মোচন করেছিলেন তখন সময় ছিল সকাল ৯টা ৪১ মিনিট।
তারপর থেকেই বাজারে যতগুলো আইফোনের মডেল এসেছে তার বিজ্ঞাপনে অ্যাপল ফোনের ঘড়িতে ৯টা ৪১ মিনিট দেখায়। সেই সময় থেকেই এ রীতি চলে আসছে। এতদিন যারা খেয়াল করেননি বিষয়টা তারা এখন এটি নিশ্চয়ই খেয়াল করবেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ