গত প্রায় ৮০ বছর পর শ্রীলঙ্কায় একটি হাতি যমজ সন্তানের জন্ম দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ২৫ বছর বয়সী ওই হাতির নাম সুরাঙ্গি। পিন্নাওয়ালা এলিফ্যান্ট অরফানেজে ওই যমজ পুরুষ হাতির জন্ম দেয় সুরাঙ্গি।
ওই দুই শিশু হাতির বাবা ১৭ বছর বয়সী পান্ডুও এই অরফানেজে বাস করে। পিন্নাওয়ালা এলিফ্যান্ট অরফানেজের প্রধান রেনুকা বন্দরনায়েকে বিবিসিকে বলেছেন, শিশু দুটি এবং তাদের মা ভালো আছে। শিশু হাতি দুটি তুলনামূলকভাবে ছোট কিন্তু তারা স্বাস্থ্যবান।
বিবিসি বলছে, ১৯৪১ সালে সবশেষ পালিত কোনও হাতি যমজ সন্তানের জন্ম দিয়েছিল দেশটিতে। সোসাইটি ফর দ্য প্রোটেকশন অব অ্যানিমেলস অ্যাব্রড জানিয়েছে, হাতির যমজ সন্তান জন্ম দেয়ার সম্ভাবনা মাত্র ১ শতাংশ। আর বন্য আফ্রিকান হাতির মধ্যেই যমজ জন্ম দেয়ার ঘটনা বেশি বলেও জানাচ্ছে তারা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ