দ্বিতীয়বারের মতো নিউজিল্যান্ডের বর্ষসেরা পাখির মর্যাদা পেয়েছে বিশ্বের সবচেয়ে স্থুলকায় তোতা কাকাপো। ২০০৮ সালেও বিপন্ন প্রজাতির এ পাখিটি বর্ষসেরা পাখি নির্বাচিত হয়েছিল। বিশ্বের বিপন্ন প্রাণীগুলোর একটি হল কাকাপো। এটি উড়তে পারে না।
এ বছর নিউজিল্যান্ডে সংসদীয় নির্বাচনের কারণে বর্ষসেরা পাখি নির্বাচন কিছুটা বিলম্বিত হয়েছিল। দেশটির সংসদীয় নির্বাচনে জালিয়াতির খবর পাওয়া না গেলেও এ নির্বাচনে ভোটিং জালিয়াতির অভিযোগও উঠেছিল।
বর্ষসেরা পাখিটির মুখপাত্র হিসেবে লরা কিউন বলেন, প্রথমবারের মতো কোনো পাখি দ্বিতীয়বার সেরা নির্বাচিত হয়েছে।
১৯৯০ এর দশকে বিপন্ন এই পাখির সংখ্যা ছিল ৫০। সংশ্লিষ্ট সকলের প্রচেষ্টায় এখন তা বেড়ে ২১৩ হয়েছে।
প্রসঙ্গত, বিপন্ন প্রজাতিকে রক্ষা এবং পরিবেশ সচেতনতা তৈরি করতে নিউজিল্যান্ডে ২০০৫ সাল থেকে এ আয়োজন করা হচ্ছে।
বিডি প্রতিদিন/ফারজানা