ফ্লোরিডার বাসিন্দা মিস্টার কে রজার্সের জন্য প্রতিদিনই কিছু না কিছু ধরে আনে তাঁদের পোষা বিড়াল। সে মজা করে বলছিলেন, ''এই হল আমাদের বিড়ালের এক স্বভাব! রোজই মালিকের জন্য কোনো না কোনো উপহার ঠিক নিয়ে আসবে। এই দেখুন না, এদিন যেমন নিয়ে এলো একটা দু'মুখো সাপ। কোথা থেকে সেই সাপটিকে ধরে এনে দরজা দিয়ে ঢুকে পড়ল বাড়ির ভেতর। তারপর সেই সাপটিকে ছেড়ে দিল কার্পেটের উপর। ওটার সঙ্গে খেলতে শুরু করে দিল। আমরা তো প্রথমে দেখতেই পাইনি। আমাদের মেয়ে ছুটে এসে জানায়, পোষা বিড়ালটি যে সাপটিকে ধরে নিয়েছে সেটির দুটি মাথা।''
মিস্টার রজার্সের ১৩ বছর বয়সী মেয়ে যখন তাঁকে প্রথম এসে দু'মুখো সাপের কথা জানায়, তখন তিনি প্রথমে বিশ্বাস করেননি। এরপর মিস্টার রজার্স সেই সাপটিকে দেখে অবাক হয়ে যান। সাপটি আকারে ছোট। তাই তিনি অতি সাবধানে সেটিকে ধরে একটি প্লাস্টিকের কন্টেইনারে রেখে দেন। তিনি জানান, তাঁর ছেলে ও মেয়ে দুজনই এমন একটি সাপ দেখে রোমাঞ্চিত হয়ে উঠেছিল। এমনকী তিনি ও তাঁর স্ত্রীও এমন সাপ দেখলেন জীবনে প্রথমবার।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ