ভারতের রাজস্থানের জয়পুরে একটি কলম ছিনিয়ে নেয়ার ঘটনাকে কেন্দ্র করে নিজের এক সহপাঠীকে খুন করেছে ১০ বছরের এক শিক্ষার্থী। শিশুটিকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
এ ব্যাপারে পুলিশর পক্ষ থেকে জানানো হয়েছে, শিশুটির বাড়িতে এক সহপাঠী তার কলম ফেরত চাইতে এসেছিল। বুধবার স্কুল থেকে অভিযুক্ত শিশুটি তার সহপাঠীর কলম নিয়েছিল। কলমটি সে আর ফিরিয়ে দেয়নি।
কলমের মালিক শিশুটি অভিযুক্ত শিশুটির বাড়ি গেলে দু'জনের মধ্যে হাতাহাতি শুরু হয়। সে সময় অভিযুক্ত শিশুর বাড়িতে তার বাবা-মা ছিল না। তবে পরে তারা ওই ঘটনার প্রমাণ নষ্ট করে ফেলেছে এমন অভিযোগে তাদের গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, অভিযুক্ত শিশুটি তার সহপাঠীর ওপর লোহার রড দিয়ে আক্রমণ চালায়। শিশুটি মাথা, পাঁজর এবং পেটে আঘাত পায়। রডের আঘাত থেকেই পরে তার মৃত্যু হয়েছে।
পরে অভিযুক্ত শিশুটির বাবা-মা বাড়ি ফেরার পর শিশুটি তার মাকে সবকিছু জানায়। এরপর তার বাবা-মা সব প্রমাণ নষ্ট করে ফেলে এবং মরদেহের সঙ্গে পাথর বেঁধে একটি পুকুরে ফেলে দেয়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ