সোশ্যাল মিডিয়ায় চুরির একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে অদ্ভুত এক চুরির দৃশ্য নিজের চোখে দেখতে পাচ্ছেন নেটিজেনরা। পোশাকের দোকান থেকে একটি নয়, একেবারে ৯টি জিন্স হাতিয়েছেন এক নারী। কিন্তু কীভাবে? ভেনিজুয়েলার এই চোর প্যান্ট চুরি করার জন্য নিজেই ৯টি জিন্স পরে ফেলেন। পরে অবশ্য ধরাও পড়েন তিনি। অনলাইনে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, ধরা পড়ে যাওয়ার পরে একে একে পরণের জিন্স সরিয়ে ফেলছেন তিনি।
ভিডিওটি সম্ভবত কোনও একটি ওয়াশরুমের ভিতরে তোলা বলেই মনে হচ্ছে। ভিডিওটিতে ওই নারীকে দেখা যাচ্ছে যে তিনি একে একে মোট আটটি ডেনিম খুলছেন। কোনও এক ব্যক্তি আবার জিন্স খোলার সাথে সাথেই তা গুণেও ফেলছেন! ডেইলি মেলের মতে, ওই নারীকে এখনও শনাক্ত করা যায়নি এবং ঠিক কোথায় এই ঘটনাটি কোথায় ঘটেছে তাও জানা যায়নি।
তবে ভিডিওটি অবশ্য ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়াতে। প্রায় দুই সপ্তাহ আগে ফেসবুকে শেয়ার হওয়ার পর থেকে এই ভিডিও দেখেছেন প্রায় ৪.২ মিলিয়ন মানুষ।
বিডি-প্রতিদিন/মাহবুব