স্মার্টফোন ছাড়া একটা দিন কাটাতে হলেই অস্থির হয়ে ওঠেন অনেকে। মাঝরাতে ফেসবুক ওয়ালে স্ক্রল না করলে ঘুম আসে না। ইনস্টাগ্রামে সুন্দরীদের ছবি না দেখলে তো দিনটাই বৃথা। এক বছর ফোন ছাড়া কাটাতে হবে ভাবলেই বোধহয় মাথায় হাত দিয়ে বসে পড়বেন অনেকে। তবে টাকার জন্য কী না করা যায়?
আপনাকে যদি কেউ বলে আপনি টানা একবছর স্মার্টফোন ব্যবহার না করলে ৭২ লাখ টাকা দেবে, তাহলে ফোনটা হাতে নেওয়ার আগে দু’বার ভাববেন অবশ্যই। এমনই এক লোভনীয় অফার দিচ্ছে ‘ভিটামিনওয়াটার।’ নামক এক সংস্থা।
সংস্থাটির ওয়েবসাইটে এই অফারের কথা লেখা হয়েছে। ট্যুইটার ও ইনস্টাগ্রাম হ্যান্ডেলেও তারা ওই প্রতিযোগিতার কথা ঘোষণা করেছে। অবশ্যই রয়েছে বেশ কিছু শর্ত সেগুলো মানলেই আপনার হাতে আসবে ওই টাকা।
মূলত ৩৬৫ দিন কোনো স্মার্টফোন ব্যবহার করতে পারবেন না। শুধু নিজের ফোনটা নয়, কোনও বন্ধু, আত্মীয়, সহকর্মীর ফোন ছুঁয়েও দেখতে পারবেন না। শুধু ব্যবহার করা হয় কোনোভাবে ফোনটা ছুঁয়ে দেখলেও আপনি ডিসকোয়ালিফায়েড।
তবে স্মার্টফোন ব্যবহার করতে পারবেন না মানে এই নয় যে আপনাকে দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে থাকতে হবে। আপনি নয়ের দশকের কোনো সাধারণ ফোন ব্যবহার করতেই পারেন। তবে ল্যাপটপ, ডেস্কটপ ব্যবহার করে যাবে। আবার ট্যাবলেট নয়। এছাড়া গুগল হোম বা আমাজন ইকো ব্যবহার করা যাবে।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত