এই মুহূর্তে নেট দুনিয়ার নতুন আবেগের সৃষ্টি করল অস্ট্রেলিয়ার একটি গরু। দৈত্যাকার ওই গরুটি লম্বায় ৬ ফুট ৪ ইঞ্চি। একটি শস্য ক্ষেতে ঘুরে বেড়াচ্ছে এক পাল গরু। তাদের মধ্যে এই গরুটির আকার বাকিদের প্রায় দ্বিগুণ। স্বাভাবিকভাবেই অনেকের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে সে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ছবি। সেই ছবি অস্ট্রেলিয়ার পার্থের পিয়ারসনের একটি শস্যক্ষেত্রের। জানা গিয়েছে, ৬ ফুট ৪ ইঞ্চি উচ্চতার ওই গরুটির বয়স মাত্র ১২ মাস। ওজন প্রায় ১.৪ টন।
এক সংবাদ সংস্থাকে বলদটির মালিক জানিয়েছেন, ‘‘এই গরুটি সকলের থেকে আলাদা। বাকিদের থেকে সবসময় আলাদা থাকে সে। ওর মধ্যে সবাইকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে। ভোর চারটা বাজলেই ১০ মিনিট অন্তর ডাকতে থাকে সে।’’
এই গরুটিকেই অস্ট্রেলিয়ার সবথেকে লম্বা গরু হিসেবে গণ্য করা হচ্ছে।
বিডি প্রতিদিন/১ ডিসেম্বর ২০১৮/হিমেল