বিষাক্ত সাপের ভয় দেখিয়ে হোটেলে নিয়ে যুবতীকে ধর্ষণ করে এক ব্যক্তি। পরবর্তীতে ওই বিষাক্ত সাপের কামড়েই মৃত্যু হয় ধর্ষকের। জিয়াংজি প্রদেশের ফুজহোউয়েতে এ ঘটনা ঘটেছে। খবর ডেইলি মেইল'র।
খবরে বলা হয়, হোটেলে তিনটি সাপ এনেছিল ওই ব্যক্তি। এর মধ্যে একটি বিষাক্ত সাপের ভয় দেখিয়ে ধর্ষণ করে যুবতীকে। এরপর হোটেলের বাথটাবে ওই সাপ নিয়ে খেলতে গিয়ে সাপের কামড়ে মৃত্যু হয় ওই ধর্ষকের। বাথটাবের পাশেই ধর্ষকের মৃতদেহ পড়ে ছিল বলে জানানো হয়।
পরে ওই হোটেলের এক কর্মী দ্বিতীয় তলায় একটি সাপ দেখতে পেয়ে দমকলকর্মীকে খবর দেন। ঘটনাস্থলে এসে দুইটি সাপ উদ্ধার করে উদ্ধারকর্মীরা। তবে অন্য একটি সাপকে খুঁজে পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/২৮ নভেম্বর ২০১৮/হিমেল