যুক্তরাজ্যের হ্যাম্পশায়ারের এলিং শহরের সেন্ট মেরি’জ চার্চ সংলগ্ন একটি কবরখানাতে ক্যামেরা নিয়ে হাজির হয়েছিলেন ফিটনেস ট্রেনার টনি ফার্গুসন। টনি আবার শখের প্যারনর্মাল ইনভেস্টিগেটারও বটে।
৮০০ বছরের পুরা এইনো কবরখানায় রয়েছে ভূত, এমনই গুজব তাকে লোভ দেখায় রাতে সেই কবরখানায় ক্যমেরা চালু রাখতে। ফলাফল পেয়েছেন হাতে নাতে। ক্যামেরায় ধরা পড়ে সেই ভূত। এমনই জানা গেছে, আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘মিরর’-এর সাম্প্রতিক এক প্রতিবেদনে।
জানা গেছে, ৩৩ বছর বয়সি টনি লোকমুখে শুনেছিলেন, এই কবরখানায় কোনও কোনও কবরের আশেপাশে প্রতাত্মার দেখা পাওয়া যায়। অনেকেই নাকি এখানে গোলমেলে কিছুর অস্তিত্ব টের পেয়েছেন। তাই ভূত সন্ধানী টনি সেখানে ক্যামেরাসহ হাজির হন। এমন সময়েই একটা কবরের ওপর থেকে কিছু একটা তার উপরে ঝাঁপিয়ে পড়ে।
টনির মতে, সেটা প্রেতাত্মা ছাড়া আর কিছুই নয়। টনির ক্যামেরা সেই দৃশ্য ধরে রাখে বলেই দাবি। নিচে রইল সেই ভিডিও। সত্যতা বিচারের ভার পাঠকদের হাতে।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর