২৫ বছর বয়সি মিশরীয় পপ গায়িকা শাইমা আহমেদকে দুই বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। তার অপরাধ, মিউজিক ভিডিওতে খোলামেলা পোশাক পরে নাচ-গানের পাশাপাশি অশালীন ভঙ্গিতে কলা খেয়েছেন তিনি।
সম্প্রতি কায়রো আদালত তাকে এ সাজা দিয়েছেন। দুই বছরের কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার পাউন্ড জরিমানাও গুণতে হবে তাকে। ভিডিওটির পরিচালক মোহাম্মদ গামেলকেও একই সাজা দেয়া হয়েছে।
সেই মিউজিক ভিডিওটিতে দেখা যায়, শ্রেণীকক্ষ সদৃশ একটি কক্ষে বেশকিছু পুরুষের সামনে কখনো আপেল আবার কখনো কলা অথবা টিকো শেল খাচ্ছেন শাইমা। এছাড়াও বেশ খোলামেলা পোশাকে দেখা যায় তাকে।
মিউজিক ভিডিওটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। এমনকি দেশটির টিভি টকশোতেও বিষয়টি নিয়ে আলোচনা হয়। এরপর একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে এ গায়িকাকে গত ১৮ নভেম্বর শাইমাকে গ্রেফতার করে পুলিশ।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর