ভারতের গুজরাটে চলছে প্রথম দফার নির্বাচন। ভোটাররা দাঁড়িয়ে ভোটের লাইনে। গুজরাটের ভারুচ জেলায় দেখা গেল এক অভিনব দৃশ্য।
এক যুগল বিয়ে করতে চলেছেন শনিবার। সেদিনই পড়েছে ভোট। ভারুচের এক কেন্দ্রে দেখা গেল, হাতে হাত ধরে ভোটগ্রহণ কেন্দ্রে ঢুকছেন সেই নবদম্পতি। বিয়ের পোশাকেই দু’জনে এসেছিলেন ভোটগ্রহণ কেন্দ্রে। ভোট দেওয়ার পর তারা গেলেন বিয়ে করতে।
তার আগে সংবাদমাধ্যমকে স্বামী জানিয়ে গেলেন, ‘আজ আমার বিয়ে। এদিনই পড়েছে ভোট। তাই নিজের ভোটটা দিয়ে গেলাম। ভারতীয় নাগরিক হিসেবে এটা আমার দায়িত্ব ও কর্তব্য।’
বিয়ের দিন ভোট দিতে এসে রীতিমতো উত্তেজিত স্ত্রী বললেন, ‘ভোটের দিনই আমাদের বিয়ে। দিনটার গুরুত্বই বেড়ে গেল।’
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর