দিল্লির শকুরবস্তি রেল স্টেশন, উদ্দেশ্যহীনভাবে রেললাইনে একটা ছেলে ঘুরাফেরা করছে। হঠাৎ নিজের ব্যাগ খুলে গায়ে কেরোসিন ঢেলে দিল। তারপর আগুন ধরিয়ে দিল গায়ে। দাউ দাউ করে আগুনে জ্বলছে যুবকের দেহ। আর সেই দৃশ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে অসংখ্য পথচারি।
কারো কোনো মাথাব্যথা নেই যুবককে বাঁচানোর জন্য। যেনো কোনো সিনেমার শ্যুটিং দেখছে সবাই মিলে। কে কার চেয়ে ভালো ছবি তুলতে পারে সেটা যেনো তখনকার প্রতিযোগিতা। শুধু যে পথচারি তা নয়, এই একই ভূমিকায় যোগ দেয় নাকি রেলওয়ে জিআরপি কর্মীরাও। একবারের জন্যও কেউ যুবককে বাঁচাতে এগিয়ে না এসে বরং ফোন দিয়ে ভিডিও এবং ছবি ওঠানোর চেষ্টায় ব্যস্ত ছিলো সবাই। দিল্লির ওই স্টেশনের ঘটনা একটু ওই মানুষদের বিবেককে নাড়া দিল না।
স্থানীয় পুলিশ বলছে, ছেলেটির নাম পরিচয় এখনো জানা সম্ভব হয়নি। তবে ওই যুবকের বয়স ১৯-২০ বছর হবে বলে ধারণা করা হচ্ছে।তারা আরও জানায়, আগুন ধরার পরপরই সে বাঁচার জন্য চিৎকার করতে থাকে। এই ঘটনায় তাকে কেউ সাহায্য করতে আসেনি। বরং ওই সময় অনেকে ভিড় করে তামাশা দেখতে থাকে।
বিডিপ্রতিদিন/ ৫ ডিসেম্বর, ২০১৭/ ই জাহান