নিজেকে একটা এলিয়েন দাবি করে মহাকাশ গবেষণা সংস্থা নাসায় চাকরির আবেদন করেছে ৯ বছর বয়সী জ্যাক ড্যাভিস।
পৃথিবীকে ভিনগ্রহের জীবাণু দূষণ থেকে রক্ষা করার জন্য একজন লোক নিয়োগের ঘোষণার পরেই নিজেকে উপযুক্ত মনে করেই আবেদন করে সে।
নাসার উদ্দেশ্যে ভাঙা ভাঙা হাতের অক্ষরে চিঠি লিখেছে, প্রিয় নাসা, আমার নাম জ্যাক ডেভিস এবং প্লানেটরি প্রোটেকশন অফিসার পদের জন্য আমি আবেদন করতে চাই। আমার বয়স মাত্র ৯ কিন্তু আমার মনে হয় এই কাজের জন্য আমি উপযুক্ত। এর অন্যতম কারণ আমার বোন মনে করে আমি নিজেই একটা এলিয়েন। ও মনে করে, আমি সব এলিয়েন মুভি দেখে দেখে মহাকাশের সব জায়গায় বিচরণ করে ফেলেছি।
উল্লেখ্য, নাসায় এ পদে নিয়োগপ্রাপ্ত ব্যক্তির বেতন হবে এক লাখ ২৪ হাজার ডলার থেকে ১ লাখ ৮৭ হাজার ডলারের মধ্যে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন