যৌনতা নিয়ে গবেষণার শেষ নেই। যৌনতাকে আরও রোমাঞ্চকর করতে প্রতিনিয়ত আসছে নিত্য নতুন যন্ত্রপাতি, ওষুধ ও ধারণা। সেক্স টয় এখন যৌনতার অন্যতম আলোচিত ও বিতর্কিত বিষয়। এবার নতুন এক পদ্ধতি আবিস্কার করেছে চীনের এক সেক্স টয় নির্মান সংস্থা। এটা দূরের সম্পর্কগুলোকে মধুর করে তুলবে বলে তাদের দাবি। টেলেটাং নামে এক নতুন সেক্স টয় বানিয়ে দুনিয়াকে চমকে দিয়েছে তারা। যার কার্যকারিতা নির্ভর করে দুটো ললিপপ আর ইন্টারনেটের উপরে।
সংস্থা বলছে, এটা অনেকটা মোবাইলের মতো একটা ডিভাইস। তাতে লাগানো থাকবে একটা করে ললিপপ। মেশিনটা অন করে, ইন্টারনেট চালিয়ে দিলেই যেভাবে ফোনকল যায়, সেভাবে আরেকজনের কাছে পৌঁছে যাবে বার্তা। তারপর?
সংস্থা বলছে, একপ্রান্তে কেউ যদি ললিপপটা মুখে পুরে রাখেন, তাহলে অন্য প্রান্তের ললিপপটা মুখমেহনের সুখ দেবে সেই দিকের ব্যক্তিকে। এই ডিভাইসে রাখা হয়েছে এমন এক প্রযুক্তি যা একদিকে মুখমেহনের শব্দ, জিভের নাড়াচাড়া সব রেকর্ড করবে। তারপর তা আরেকটা ললিপপের মাধ্যমে পৌঁছে দেবে অন্যের কাছে।
লাভ অ্যান্ড সেক্স উইথ রোবটস নামে লন্ডনের এক সম্মেলনে এই টেলেটাং প্রথম তুলে ধরে সংস্থাটি। তবে ঠিক কবে এই সেক্স টয় বিক্রির জন্য বাজারে আসবে, তা এখনও জানায়নি সংস্থাটি। খেলনাটার দামের ব্যাপারেও এখন পর্যন্ত কিছু জানা যায়নি!