৭৩ বছর ধরে সংসার করছেন। কিন্তু স্বামী অবসরপ্রাপ্ত আর্মি কর্নেল জর্জ মোরিস অসুস্থ হয়ে আমেরিকার ভার্জিনিয়ার একটি হাসপাতালে ভর্তি। স্বামীকে প্রতিদিন দেখতে যাওয়ার মতোও শারীরিক সামর্থ্য নেই। কারণ স্বামীর মতো গুরুতর না হলেও ৯১ বছর বয়সী ইলোইস নিজেও অসুস্থ।
১৯৭০ সালে কাজ থেকে অবসর নিয়েছিলেন জর্জ মোরিস। কিন্তু কাজ ছাড়া কোনো কিছু স্ত্রীর কাছ থেকে তাকে আলাদা করেনি। ছুটি পেলেই সোজা বাড়ি চলে আসতেন। কিন্তু অসুস্থ হওয়ায় বাধ্য হয়েই স্ত্রীর থেকে আলাদা হলেন তিনি। হাসপাতালে জর্জ তাই বেশ একা হয়ে পড়েছিলেন।
৭৩ বছরের এ মানিকজোড়কে একত্রিত করতে অদ্ভূত সিদ্ধান্ত নেয় ভার্জিনিয়ার সেই হাসপাতাল। জর্জের স্ত্রী ইলোইসকেও ভর্তি করে নেয় রোগী হিসেবে। আর ইলোইসের বিছানাটি জুড়ে দেয়া হয় স্বামী জর্জের বিছানার সঙ্গে।
ইলোইস যতক্ষণ পারেন স্বামী জর্জের সঙ্গে কথা বলেন। জর্জ শোনেন কী শোনেন না- তা বোঝা যায় না। বেশিরভাগ সময় জর্জের হাত ধরে থাকেন ইলোইস। জর্জের জীবনের শেষ দিনগুলো হাসপাতালে কাটাতে হবে। শেষ দিন পর্যন্ত এভাবেই স্বামীর হাত ধরে থাকতে চান তিনি।
বিডি প্রতিদিন/২৬ ডিসেম্বর, ২০১৬/ফারজানা