ধর্ষকদের শাস্তি দিতে ভারতে এসেছেন মার্কিন তরুণী। ৯ মাস আগে প্রথমবার ভারতে এসেছিলেন আমেরিকার এই শিক্ষিকা। কিন্তু সেই ভারত ভ্রমণই দুঃস্বপ্নে পরিণত হল তার। দিল্লির হোটেলে গণধর্ষণের শিকার হন ওই তরুণী।
অভিযোগ, তার ট্যুর গাইড পানির বোতলে মাদক মিশিয়ে তাকে অজ্ঞান করে। তারপর হোটেলের অন্যান্য কর্মীদের সঙ্গে নিয়ে তাকে ধর্ষণ করে। পুলিশের কাছে কোন অভিযোগ না জানিয়েই তখন দেশে ফিরে গেছিলেন তিনি।
পেনসিলভেনিয়া ফিরে গিয়ে পরিবার এবং বন্ধুদের সাহায্যে একটি মার্কিন বেসরকারি সংস্থার মাধ্যমে অভিযোগ দায়ের করেন ওই তরুণী। সেই সংস্থাই দিল্লির পুলিশ কমিশনারকে চিঠি দিয়ে ঘটনা জানান। তরুণীর দাবি, অক্টোবরে অভিযোগ জানানো হলেও এতদিন কোন পদক্ষেপ নেয়নি পুলিশ। তবুও হাল ছাড়েননি তিনি। শেষ পর্যন্ত ন্যায় বিচার পাবেন কিনা তা নিয়ে সন্দেহ থাকলেও তদন্ত চান তিনি। তদন্তে সাহায্য করতেই ফের ভারতে পা রাখলেন।
দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ধর্ষকদের শণাক্ত করতেই ভারতে এসেছেন মার্কিন তরুণী। ঘটনায় ১১ জনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তরুণী ধর্ষকদের শণাক্ত করলেই তাদের গ্রেফতার করা হবে বলে দাবি পুলিশের।