নোট বাতিলের পর ভারতের অধিকাংশ স্থানেই পেটিএম বা ধারে দেহব্যবসার চলার কথা শোনা যাচ্ছিল। কিন্তু, গত রবিবার বেঙ্গালুরুতে কয়েকজন যৌনকর্মীদের আটকের পর তা অবাক করার মতোই বলে মনে করছেন অনেকে।
ওই দিন বেঙ্গালুরুর একটি বাড়িতে অভিযান চালিয়ে দেহব্যবসার অভিযোগে কয়েকজন যৌনকর্মীকে আটক করে পুলিশ। একই সঙ্গে কয়েকজন নারী দালালকেও আটক করা হয়। এ সময় উদ্ধার করা হয় দুই নাবালিকাকেও। কাজের প্রতিশ্রুতি দিয়ে তাদের কলকাতা থেকে বেঙ্গালুরুতে নিয়ে যাওয়া হয়েছিল বলে জানা যায়।
কিন্তু, অবাক হওয়ার সবচেয়ে বড় বিষয়টি অপেক্ষা করছিল পুলিশের জন্য। কারণ, ওই বাড়ি থেকে কয়েকটি কার্ড সোয়াইপ মেশিন উদ্ধার করে পুলিশ। আটককৃতরা জিজ্ঞাসাবাদে জানায় নোটবাতিলের বাজারে পেমেন্টের সমস্যা আটকাতে সোয়াইপ মেশিন কেনা হয়েছিল। ফলে, দেহব্যবসার খদ্দেররা ডেবিট বা ক্রেডিট কার্ডে পেমেন্ট দিতে পারছিলেন। সূত্র: এবেলা।
বিডি-প্রতিদিন/২৫ ডিসেম্বর, ২০১৬/মাহবুব