বাবার সঙ্গে ঝগড়া হয়েছিল। তাই সোজা থানায় গিয়ে বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন ১৬ বছরের এ তরুণী। অভিযোগের ভিত্তিতে ২০১৪ সালের এপ্রিল মাসে অভিযুক্ত বাবাকে গ্রেফতার করে ভারতের মুম্বাই পুলিশ।
প্রায় সাড়ে তিন বছর বাবাকে জেল খাটানোর পর মেয়েটি স্বীকার করেছে, তার অভিযোগ মিথ্যা। জেদ ধরেই বাবাকে জেল খাটিয়েছে সে। এমন বক্তব্যে হতবাক সবাই। তবে এবার মেয়েটির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে আদালত। এরপর আর যেন কেউ এমন সুযোগ নিতে না পারে তার দৃষ্টান্ত স্থাপন করতে পদক্ষেপ নেয়া হচ্ছে।
আদালতের পক্ষ থেকে বলা হয়, অভিযোগকারিণী আইনের অপব্যবহার করেছে, এ বিষয়ে কোনও সন্দেহ নেই। এ জন্য তার বাবাকে তিন বছর জেল খাটতে হয়েছে। মানসিক যন্ত্রণা, ট্রমার শিকার হতে হয়েছে।
বিডি প্রতিদিন/২৪ ডিসেম্বর, ২০১৬/ফারজানা