দিন দিন বদলে যাচ্ছে বিশ্ব। প্রযুক্তির ছোঁয়ায় আবিষ্কার হচ্ছে নতুন নতুন জিনিস। তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে মানুষ। তবে ব্যতিক্রম শুধু আমাজনের আদিবাসী গোত্র। কারণ তারা তেমনই জীবনযাপন করছেন যেমনটা ২০ হাজার বছর আগে তাদের পূর্বপুরুষরা কাটাতেন।
আমাজনের গভীর জঙ্গলে হেলিকপ্টার নিয়ে উড়েছেন ফটোগ্রাফার রিকার্ডো স্টুকের্ত। আর তখনই বেরিয়ে এসেছে এই গোত্রটির খবর। এরাই সম্ভবত শেষ অজানা এক গোত্র যাদের কথা একেবারেই জানতো না পৃথিবী। পেরুর সীমান্তে ব্রাজিলিয়ান রেইনফরেস্টের গভীরে এদের বাস। এর আগে এই গোত্রটির দেখা মেলেনি।
ফটোগ্রাফার রিকার্ডো স্টুকের্ত ছবি তোলার জন্য এদের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় তারা তীর-ধনুক নিয়ে আক্রমণ করতে প্রস্তুত ছিল। অনেকে আবার বিভিন্ন জায়গায় লুকিয়ে পড়েন। কয়েকজন সাহস নিয়ে এগিয়ে আসেন আদিম অস্ত্র নিয়ে। দেখুন সেই গোত্রের উৎসুক জনতার কিছু ছবি-
বিডি প্রতিদিন/২৪ ডিসেম্বর ২০১৬/হিমেল