মানব স্বাস্থ্যের জন্য ভয়াবহ ক্ষতিকর 'প্লাস্টিকের চাল' খাইয়ে মুনাফা লাভের চেষ্টা করছে নাইজেরিয়ায় অসাধু ব্যবসায়ীরা। দেশটিতে সামনে ক্রিসমাস ও নববর্ষের ছুটি। তাই হুহু করে বাড়ছে দ্রব্যমূল্যের দাম। আর এ সুযোগে কাজে লাগাতে চাচ্ছে অসাধু ব্যবসায়ীরা। সোমবার স্প্রাউলিং শহরের আইকেজা এলাকায় এক ব্যক্তিকে ১০২ বস্তা প্লাস্টিকের চালসহ আটক করা হয়।
নাইজেরিয়ার একজন সিনিয়র কাস্টমস কর্মকর্তা এএফপিকে বলেছেন, 'তারা সন্দেহ করছেন চীন থেকে আনা এসব চাল লাগোস সমুদ্র বন্দর দিয়ে চোরাচালান করে অথবা অবৈধভাব জাহাজে তোলা হয়েছে।' আমরা প্লাস্টিকের চালগুলি প্রাথমিকভাবে পরীক্ষা করেছি। রান্না করার পর দেখা গেছে এসব চাল ভাতের মতো নরম না হয়ে চটচটে অবস্থায় রয়েছে। এসব চাল মানুষের পেটে গেলে কী হয় তা আল্লাহই ভালো জানেন। এই কথা বলেন আইকেজার আঞ্চলিক কাস্টমস নিয়ন্ত্রক মোহাম্মদ হারুনা।
বিডি প্রতিদিন/এ মজুমদার