এবার চা বিক্রেতা আরশাদ খানের নতুন চমক চলচ্চিত্রে অভিনয়! যাকে চতুর্থ চমকই বলা যায়। এতদিন বিজ্ঞাপনে, ফ্যাশন শোয়ে, মিউজিক ভিডিওতে দেখা গেয়েছিল তাকে। আর এবার আরশাদকে দেখা যাবে চলচ্চিত্রে!
পাকিস্তান-ভারত সার্জিক্যাল স্ট্রাইকের ঠিক পরেই টুইটারে ভাইরাল হয় পাকিস্তানের নীলনয়ন, সুপুরুষ এই চা বিক্রেতার ছবি। রাতারাতি বিখ্যাত হয়ে যান তিনি। তারপর থেকেই একের পর এক চমক দিয়ে চলেছেন তিনি। প্রথম চমকটি অবশ্যই মডেলিং অ্যাসাইনমেন্ট সই করা। সদ্য খ্যাতিমান হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি বিজ্ঞাপনের মুখ হয়ে ওঠেন। দ্বিতীয় চমকটি ছিল মিউজিক ভিডিওতে অভিনয়। তৃতীয় চমকটি দিলেন দিন পাঁচেক আগে। ব্রিটিশ সংবাদপত্র ‘ইস্টার্ন আই’-এর এশিয়ার সেক্সিয়েস্ট পুরুষ ২০১৬ তালিকায় রয়েছেন আরশাদ। রণবীর সিং, শাহরুখ খান, সালমান খানেদের সঙ্গে একই তালিকায় থাকা কী মুখের কথা? ৫০ জনের এই তালিকায় ৩১ নম্বর স্থানে রয়েছেন আরশাদ।
ভারতের মুম্বইয়ের একটি গসিপ ওয়েবসাইট সূত্রের খবর, পাকিস্তানি ছবি ‘কবীর’-এ অভিনয় করবেন আরশাদ। ইতিমধ্যে ছবির কনট্র্যাক্ট সইও করে ফেলেছেন তিনি। আর ছবিটির শ্যুটিং হবে ইংল্যান্ড ও দুবাই।
বিডি প্রতিদিন/এ মজুমদার