আদিম যুগের মানুষেরা যুগ যুগ ধরে গুহায় বসবাস করত। জীবনধারণের জন্য তারা কাঁচা সবজি, ফল, মাংস খেত। যার ফলে তাদের দাঁতের অবস্থা খুবই খারাপ হওয়ারই কথা। কিন্তু সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে যে, এইসব আদিম মানুষেরা নিয়মিত তাদের দাঁতের যত্ন নিত। এমনকি দাঁত পরিষ্কার করতে যথেষ্ট সময় দিত গুহামানবরা!
কারেন হারডি নামে এক গবেষক দাঁত নিয়ে কাজ করেন। সম্প্রতি স্পেনের উত্তরাঞ্চলে দাঁতের একটি ফসিল পেয়েছেন তিনি। তিনি জানালেন, খ্রিস্টপূর্ব সাড়ে তিন হাজারেরও বেশি বছর আগের চিহ্ন এসব দাঁত। এগুলো মোটেও ক্ষয়ে পড়া না, দাঁতের মালিক যথেষ্ট যত্ন নিয়েছেন তার নিজ দাঁতের।
কারেন আরও জানান, দাঁতগুলো নিয়ে পরীক্ষা করেছেন তিনি। এগুলোতে ঘাস, বীজ, শস্যদানা, পাতা, মাংসের চিহ্ন আছে। এসব কাঁচাই খেয়েছেন তিনি। গবেষণার একপর্যায়ে তিনি লক্ষ করেন, মানুষের হজমের উপযোগী নয় এমন কাঠের আঁশ পাওয়া গেছে দাঁতে। আর সেখান থেকেই কারেন দাবি করছেন, আদিম মানুষ এগুলো দিয়েই দাঁত পরিষ্কার করত। সুতরাং আদিম মানুষরা প্রাকৃতিকভাবেই নিজেরা দাঁতের যত্ন নিতেন।
বিডি-প্রতিদিন/ ২১ ডিসেম্বর, ২০১৬/ তাফসীর-২