এই পৃথিবীর সব মানুষের চোখই বাদামি। বাস্তবে আমরা যে নীল বা সবুজ রংয়ের চোখের কথা বলি, সত্যিকারের অর্থে এর অস্তিত্ব বলে কিছু নেই। এমনটাই বলেছেন চক্ষু চিকিৎসা বিশেষজ্ঞরা। তাদের মতে চোখের একটি মাত্র রংই আছে, আর তা হলো বাদামি।
সেই সঙ্গে তারা আরও জানালেন, নীল, সবুজ, হালকা বাদামি চোখের এই রংগুলোকে বলা যায় একটি দৃষ্টিবিভ্রম। আমাদের দেহের রঁজকগুলো নির্ধারিত হয় মেলানিন নামের একটি পদার্থের দ্বারা। প্রতিটি লোকের চোখের আইরিশে মেলানিন আছে। আর এই মেলানিনের পরিমাণই তাদের চোখের রঙ্গ নির্ধারণ করে দেয়। আর প্রকৃতপক্ষে মাত্র একটি এক ধরনের রঁজকই আছে।
এই রঁজকগুলো মূলত নির্ধারিত হয় মেলানিন দ্বারা। চোখের মনি মেলানোসাইটস নামের মেলানিনের একটি ক্ষুদ্র সংস্করণ। আর এটি মাত্র একটি রঙেরই হয়, বাদামি। এমনকি যদিও সব চোখই বাস্তবে বাদামি, মেলানোকাইটস এর পরিমাণ ব্যক্তিভেদে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। মেলানিনের মাত্র একটিই রঙ আর তা হলো বাদামি।
তবে যাদের চোখের রং হালকা তাদের দেহে মেলানোকাইটস এর পরিমাণ কম। তাদের চোখ সহজেই আলো শোষণ করে নিতে পারে যার ফলে তাদের চোখের রংও হালকা হয়। যাদের মেলানোকাইটস কম তাদের চোখ বেশি আলো শোষণ করতে পারে না। ফলে চোখ থেকে আরো বেশি আলো প্রতিফলিত হয়ে বের হয়ে আসে।
একে বলা হয় বিক্ষিপ্ততা। আর যখন আলো বিক্ষিপ্ত হয় তখন এটি ছোট তরঙ্গদৈর্ঘ্যে প্রতিফলিত হয়। আর রঙ বর্ণালীতে ক্ষুদ্রতর তরঙ্গদৈর্ঘ্য প্রতিনিধিত্ব করে নীল রংয়ের।
সূত্র : হিন্দুস্তান টাইমস
বিডি-প্রতিদিন/ ২০ ডিসেম্বর, ২০১৬/ তাফসীর-১৩