রবি জাসওয়াল নামে ৩২ বছরের এক ব্যক্তি সামান্য একটি বেসরকারী সংস্থায় অফিস পিয়নের পদে কাজ করেন। কিন্তু হঠাৎই এক বিশাল মাপের আয়কর নোটিস তার কাছে পৌঁছায়। সেই আয়কর নোটিসে টাকার পরিমাণ ছিল নাকি প্রায় সাড়ে ৫ কোটি টাকা। আর এমন অবাক করা কাণ্ড ঘটেছে ভারতের মুম্বাইয়ে।
নোটিসে লেখা আছে, জাসওয়াল নাকি ৪ টি সংস্থার মালিক। নোটিস পাওয়ার পরেই হতচকিত হয়ে পুলিশের কাছে যান তিনি। ঘটনা তদন্ত করে পুলিশ জানতে পারে, নোট বাতিলের পরে রবি জাসওয়ালের রেশন কার্ড ব্যবহার করে শায়ান্স কর্পোরেশন, জেম রেডটেক, স্টেট ফোর্ড টেক্সটাইল ও পূর্বী রিয়েলটি নামে চারটি সংস্থার অ্যাকাউন্ট খোলা হয়। এই অ্যাকাউন্ট খোলেন রাজেশ আগরওয়াল, রাজীব গুপ্ত, জুগলেশ গুপ্ত ও সন্তোষ সিং নামে চারজন।
এদের মধ্যে রাজেশই ২০১২ সালে রবিকে চাকরি দেয়। নোট বাতিলের পর হঠাৎ করেই একদিন রেশন কার্ড ও প্যান কার্ড জমা দিতে বলে। সেই তথ্যর উপর নির্ভর করেই এই নতুন অ্যকাউন্টগুলো খোলা হয়। সেই ভুয়া পরিচয়ের অ্যকাউন্ট দিয়েই এতদিন যাবতীয় লেনদেন চালানো হচ্ছিল। পুলিশ শনিবার এই চারজনকেই গ্রেফতার করে। পাশাপাশি, আয়কর বিভাগকেও জানানো হয়, এই বিপুল অর্থের পিছনে রবি জাসওয়ালের কোনও ভূমিকা নেই।
বিডি-প্রতিদিন/ ২০ ডিসেম্বর, ২০১৬/ তাফসীর-৩