চোরও বটে। এত দোকানপাট থাকতে বেছে বেছে কি না ঢুকেছিল সেক্স টয়ের দোকানে! তাহলে কি অত্যধিক মাত্রায় যৌনকাতর ছিল চোরটি? তাও ঠিক বলা যাবে না। পুলিশ জানিয়েছে, আমেরিকার সান বার্নাডিনোতে ওই দিন চোরটি সেক্স টয়ের দোকানে হানা দিয়েছিল টাকা-পয়সার লোভেই! সম্ভবত অনেকক্ষণ ধরে দোকানের আশেপাশে ঘুরঘুর করে চোরটি নিশ্চিত হয়ে যায়- ক্যাশ কাউন্টারে দুই নারী কর্মচারী ছাড়া দোকানটায় আর কেউ নেই!
ফলে, যেমন ভাবা তেমন কাজ! মুখ ঢেকে, হাতে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে দোকানে ঢুকে পড়ে চোরটি। এবং, ক্যাশে যা টাকা আছে সব দাবি করে! কিন্তু দাবি করলেই তো আর হল না! ওই নারী কর্মচারীরাও ছেড়ে দেওয়ার পাত্রী নন! বরং রীতিমতো ডাকাবুকো!
ফলে, পাল্লাটা সহজ হল না। চোরের মতিগতি দেখেই বুঝতে পারে দুই সাহসিনী- একে কাবু করা তেমন কঠিন ব্যাপার নয়। অতঃপর তারা দেখতে দেখতে হাতে তুলে নেয় দু'টি বড়সড় খেলনা পুরুষাঙ্গ! সেটি উঁচিয়ে গালাগাল করতে করতে তারা এগিয়ে যান, ভয়ে পালিয়ে যায় চোর। সূত্র: সংবাদ প্রতিদিন
বিডি-প্রতিদিন/১৯ ডিসেম্বর, ২০১৬/আলম