গোটা ব্রিটেনের জনগণকে এককালে গুরুত্বপূর্ণ সেবা দিয়েছে লাল অনন্য নক্সার পাবলিক টেলিফোন বুথগুলো। কিন্তু কালের নিয়মে হাতে হাতে মোবাইল পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গে গুরুত্ব হারিয়ে ফেলেছে এই ফোনবুথগুলি৷ এইগুলি থেকে আয় ঠিকমতো না হওয়ায় এখন চলে গিয়েছে বাতিলের তালিকায়৷ ফলে এই সব ফোন বুথগুলি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়৷
কিন্তু ব্রিটিশ নকশার অন্যতম আইকন এটি পর্যটকদের আজও আকৃষ্ট করে এবং বুথ ঘিরে সেলফি তুলতেও দেখা যায় লোকজনকে৷ কেউ কেউ আবার চেয়েছেন একেবারে ব্যক্তিগত সংগ্রহে ওইগুলিকে রাখতে৷ আর তাই পকেটের কয়েক হাজার পাউন্ড খরচা করে কেউ কেউ কিনেও নিয়েছেন ওই সব ফোন বুথগুলি৷ তবে ব্যক্তিগত সংগ্রহ বলে নয় ওই বুথগুলিকে অন্য কাজেও লাগান হয়েছে যেমন- কফি শপ, লাইব্রেরি ইত্যাদি গড়ে তোলার কাজে৷
বিডি-প্রতিদিন/ ১৭ ডিসেম্বর, ২০১৬/ তাফসীর-৩