এশিয়ার সেরা আবেদনময়ী পুরুষের তালিকায় জায়গা করে নিয়েছেন পাকিস্তানি চা-ওয়ালা আরশাদ খান। লন্ডন ভিত্তিক সাপ্তাহিক সাময়িকী ইস্টার্ন আইয়ের ওই তালিকায় ৩১ নম্বরে জায়গা পেয়েছেন তিনি।
মানুষ যা স্বপ্নেও কল্পনা করতে পারে না, খুব অল্প সময়েই তা সম্ভব করেছেন আরশাদ নামের পাকিস্তানের পশতুন সম্প্রদায়ের ওই যুবক। সামান্য চা-ওয়ালা থেকে হয়ে উঠেছেন আলোচিত ব্যক্তিত্ব। চা বিক্রি ছেড়ে এখন তিনি মডেলিং নিয়ে ব্যস্ত।
ইস্টার্ন আই-এর ওই জরিপে এশিয়ার আবেদনময়ী পুরুষের তালিকায় জায়গা করে নিয়েছেন রণবীর সিং, হৃত্বিক রোশন, ফাওয়াদ খান, সালমান খান, আলী জাফরের মতো তারকারাও।
বিডি প্রতিদিন/১৬ ডিসেম্বর, ২০১৬/ফারজানা