ভারতের হায়দরাবাদের এক জনপ্রিয় নারী অ্যাঙ্করের বিরুদ্ধে অভিযোগ ছিল যে, টিভি শো'র আড়ালে দেহ ব্যবসায় জড়িত তিনি। তাই দেশটির পুলিশের সর্তক নজর ছিল টেলিভিশনের ওই জনপ্রিয় নারী অ্যাঙ্করের উপরে। অবশেষে হায়দরাবাদের লাগোয়া শহরতলির এক গেস্ট হাউস থেকে সেই নারী অ্যাঙ্করকে একাধিক পুরুষ সঙ্গীর সঙ্গে দেখতে পায় পুলিশ। নারী অ্যাঙ্কর এবং তার পুরুষ সঙ্গীদেরও আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে দেহ ব্যবসার অভিযোগও আনা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, ওই নারী অ্যাঙ্কর প্রচণ্ড রকমের জনপ্রিয়। টেলিভিশনের এক জনপ্রিয় শো'তে অ্যাঙ্করের কাজ করেন তিনি। যথেষ্ট সুন্দরী হওয়ায় অভিযুক্ত নারী অ্যাঙ্করের ভক্তকুলের সংখ্যাবৃদ্ধিতে দেরি হয়নি। হু হু করে পুরুষরা ওই নারী অ্যাঙ্করের সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কের সাইটে ফ্রেন্ড লিস্টে ঢুকে পড়ে। এই টিভি শো'র মাধ্যমেই তার শিকারদের রূপের ডালিতে মাত করতেন ওই নারী। এর পরে মোবাইল ফোনের মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ হতো বিভিন্ন পুরুষের। ঘনিষ্ঠ সম্পর্কের অভিলাষী পুরুষদের সঙ্গে বিভিন্ন হোটেল এবং গেস্ট হাউসে সাক্ষাৎ করতেন ওই নারী অ্যাঙ্কর। কিন্তু এবার এই দেহ ব্যবসাকে লুকোতে পারেননি তিনি।
যদিও ওই নারী অ্যাঙ্করকে ছেড়ে দিয়েছে পুলিশ। কেন ছাড়া পেলেন ওই নারী? এতে সন্দেহ তৈরি হয়েছে। পুলিশের দাবি, ওই নারী কাকুতি-মিনতি করছিলেন তাকে ছেড়ে দেওয়ার জন্য। তিনি স্বীকার করেন, শর্টকাট রাস্তায় টাকা কামাতে গিয়ে দেহ ব্যবসায় নেমেছেন। কিন্তু সেই সঙ্গে তিনি জনপ্রিয় এক অভিনেত্রী। সুতরাং তার পরিচয় প্রকাশ পেলে বা জেলে যেতে হলে কেরিয়ারের বারোটা বেজে যাবে বলে কাকুতি মিনতি করতে থাকেন। এর পরেই নাকি ওই নারী অ্যাঙ্করকে ছেড়ে দেয় দেশটির পুলিশ।
বিডি প্রতিদিন/এ মজুমদার/20