উচ্চতাকে জয় করার অদম্য ইচ্ছা নিয়ে মাউন্ট এভারেস্টে ছুটে আসেন সাহসী অভিযাত্রীরা। কিন্তু কখনো কেউ কী এমন ভেবেছেন? এভারেস্টের বেস ক্যাম্পে বসে রাতের খাবার খাচ্ছেন কাছের মানুষটির সঙ্গে? কিবা এভারেস্টের বেস ক্যাম্পে হোটেলের ঘরে রাত কাটাচ্ছেন? হয়তো এমন অবস্থার কথা ভেবে অবাক হতে হচ্ছে আপনাকে! তবে এবার অবাক হওয়ার কিছু নেই। সম্প্রতি রাঁধুনিদের একটি দল এবং ১৫ জন ট্যুরিস্ট এমনই এক অভিনব এভারেস্ট অভিযান শুরু করেছেন। মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্পে ওয়ান স্টার হোটেলের ব্যবস্থা করা হবে। তবে এই হোটেলে পৌঁছতে গেলে রীতিমতো ট্রেকিং করতে হবে। জানা গেছে, এই আজব হোটেলে নেপালি খাবার আইটেম থাকবে অতিথি সেবায়।
এই হোটেলে খাবার সহজে মিলে গেলেও, হোটেলে রাত কাটাতে গেলে সামান্য বেশি ঝক্কি পোয়াতে হবে অতিথিদের। হোটেলের পক্ষ থেকে অতিথিদের ডাউন জ্যাকেট এবং স্লিপিং ব্যাগ বহন করার পরামর্শ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, অভিযাত্রীরা যাতে ওই হোটেলে থাকতে যাওয়ার আগে হিমালয়ের শীতল পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারেন। সেই জন্য আগে সাতদিন ট্রেক করার পরামর্শও দিয়েছে হোটেল কর্তৃপক্ষ। আর এই অভিনব প্রজেক্টটি ২০১৮ সালে চালু হবে। যেখানে এক রাত থাকতে খরচ পড়বে মাত্র ১,০৫০ ডলার।
বিডি প্রতিদিন/এ মজুমদার