মেক্সিকোর একটি টিভিতে তখন রিয়ালিটি শো চলছিল। অনুষ্ঠানে এক শিশু ও তার মায়ের সঙ্গে এক চেয়ারে বসেছিল এক সিংহ। শো যত এগোতে থাকল সিংহটি ততই শান্ত হতে শুরু করল। একটা সময় সিংহটিকে বসানো হল শিশুটির পাশে। ব্যস! তারপরেই বাধল বিপত্তি। অনুষ্ঠানের মাঝেই সিংহটি শিশুটিকে আক্রমণ করে বসলো।
শিশুটির চিৎকারের ছুটে আসে সিংহটির ট্রেনার। সিংহের থাবা থেকে রীতিমত লড়াই করলো শিশুটিকে উদ্ধারে। এরপর সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ভিডিও ভাইরাল হয়ে যায়। যদিও ভিডিওটি ২০০৩ সালের বলে মনে করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/১১ আগস্ট, ২০১৬/মাহবুব