গোবর দিয়ে ঘর মুছলেই সব শুদ্ধ হয়ে যায়। প্রজন্মের পর প্রজন্ম থেকে এই কথাই শুনে আসছে সকলেই। আবার রান্না কাজে এর জুড়ি নেই। গ্রামাঞ্চলের প্রায় বাড়িতেই গোবর দিয়ে তৈরি ঘুঁটে রান্নার কাজে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। কিন্তু এখনকার দিনে গোবর পাওয়াটাই যে সবচেয়ে বড় সমস্যা! গ্রাম ছাড়া বেশিরভাগ শহর অঞ্চলে গরুই তো পাওয়া যায় না। তাহলে গোবর পাবেন কিভাবে? তবে এবার আর গোবরের জন্য আপনাকে আফসোস করতে হবে না। কারণ এখন আপনি চাইলেই বাড়ি বসে গোবরের জন্য অর্ডার দিতে পারবেন অনলাইনেই।
অবাক হলেও এটাই সত্যি যে আপনি ঘরের অন্যান্য জিনিসের সঙ্গে অর্ডার দিতে পারেন ঘুঁটেরও। অনলাইন শপিং সাইট অ্যামাজনে পাওয়া যাচ্ছে এই মূল্যবান জিনিসটি। বিশুদ্ধ প্রতিটি ২০০ গ্রাম ওজনের ১১ পিস ঘুঁটে পাওয়া যাবে মাত্র ১২০ রুপিতে। বাংলাদেশি মুদ্রায় যার দাম পড়বে ২৩৪ টাকা। তবে আর কি দেশের যেখানে খুশি থাকুন না কেন গোবর খুঁজতে আর বাইরে বেরিয়ে গরু খোঁজার দরকার পড়বে না। কারণ এবার থেকে মাউসের একটা ক্লিকেই ঘরে বসে পেয়ে যাবেন এই জিনিসটি। তাহলে আর দেরি কিসের আজই অর্ডার দিন এবং পেয়ে যান বিশুদ্ধ গোবর!
বিডি-প্রতিদিন/১১ ডিসেম্বর, ২০১৫/মাহবুব