বিশ্বে প্রথমবারের মতো টেস্ট টিউবে কুকুরছানার জন্ম দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী এ সাফল্য অর্জন করতে সক্ষম হন। টেস্ট টিউবে কুকুরছানার জন্ম দেয়ার এই ঘটনা কুকুর ও মানুষের মধ্যে বিভিন্ন রোগবালাই দূরীকরণে সহায়তা করবে বলে সংশ্লিষ্টদের আশাবাদ। খবর এপির
যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়ের কলেজ অব ভেটেরিনারী মেডিসিনের বিজ্ঞানীরা ওই সাফল্য দেখিয়েছেন। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক অ্যালেক্স ট্রাাভিস বলেন, '১৯৭০'র দশকের মধ্যবর্তী সময় থেকে বিজ্ঞানীরা টেস্ট টিউবে কুকুরছানা জন্ম দেয়ার চেষ্টা করে আসছিলেন। কিন্তু তারা সফল হননি। আমরাই প্রথম এ কাজ করে দেখিয়েছি।'
অাইভিএফ [ইন ভিত্রো ফার্টিলাইজেশন]'র মাধ্যমে কুকুরছানা জন্ম দেয়ার প্রক্রিয়ায় প্রথমে হোস্ট নারী কুকুরটিতে ১৯টি ভ্রুণ স্থানান্তর করা হয়। পরে নির্দিষ্ট একটা সময় শেষে কুকুরটি ৭টি সুস্থ সবল ছানার জন্ম দেয়।
'পাবলিক লাইব্রেরি অব সায়েন্স ওয়ান' জার্নালে সম্প্রতি গবেষণাটির ফলাফল প্রকাশিত হয়েছে।
বিডি-প্রতিদিন/১ ডিসেম্বর ২০১৫/শরীফ