সুন্দরী প্রতিযোগিতা বিশ্বব্যাপী। সবচেয়ে সুন্দরী নারী, সবচেয়ে সুদর্শন পুরুষ খুঁজে বের করার এই প্রতিযোগিতা দেশে দেশে। কিন্তু 'Mr Ugly' বা সবচেয়ে 'কুৎসিত' মানুষটি খুঁজে বের করার প্রতিযোগিতার কথা কখনও শুনেছেন? অবাক হবেন না। জিম্বাবুয়েতে এই প্রতিযোগিতা শুরু হয়েছিল আজ থেকে ৩ বছর আগে। এবার সেটা চতুর্থ বছরে পা দিয়েছে।
গত ২১ নভেম্বর এই প্রতিযোগিতার শীর্ষ বাছাই এবং জয়ী নির্বাচিত হয়েছেন ৪২ বছরের মিসন সেরে। কাজ কর্ম কিছুই করেন না। বেকার মিসন সেরে যাকে হারিয়ে এই প্রতিযোগিতায় জয়লাভ করেছেন তিনি গত তিন বছর 'Mr Ugly' হয়ে এসেছেন। অর্থাৎ কঠিন প্রতিপক্ষকে হারিয়ে সবচেয়ে কুৎসিত মানুষের খেতাবটি নিজের ঝুলিতে পুরেছেন মিসন। উইলিয়াম মাসভিনু এবার মিসন সেরের কাছে হেরে যান। মিসনকে পুরষ্কার তুলে দেওয়ার সময় উইলিয়ামের সমর্থকরা উইলিয়াম মাসভিনুর সঙ্গে মিসনের তুলনা করে বলেন, মিসন সেরে আসলে এই পুরষ্কারটা জেতার জন্য যথেষ্ট 'সুদর্শন'।
বিচারকদের সিদ্ধান্তে অবশ্য খুশি নন তিন বারের 'Mr Ugly' চ্যাম্পিয়ন উইলিয়াম মাসভিনু। তার মতে নিখুঁতভাবে দেখতে তিনিই সবচেয়ে কুৎসিত।
বিডি-প্রতিদিন/০৮ ডিসেম্বর ২০১৫/এস আহমেদ