ভারতের বিতর্কিত ও আলোচিত ধর্মগুরু স্বামী রামদেবও প্রায় সময়ই উল্টেপাল্টে মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছেন। আর এবার তার পতঞ্জলি আটা নুডলস বিতর্কের জন্ম দিয়েছে। সম্প্রতি হরিয়ানার রাজ্যের জিন্দে পতঞ্চলি নুডলমের এক প্যাকেটে কয়েকটি ছারপোকা পাওয়া গেছে বলে অভিযোগ উঠেছে।
হরিয়ানার নরওয়ানায় এক দোকান থেকে এক প্যাকেট পতঞ্জলি নুডলস কিনেন এক ব্যক্তি। প্যাকেট খোলার পর এর ভেতর কয়েকটি ছারপোকা দেখতে পান তিনি। এরপর-ই এই নুডলস নিয়ে বিতর্ক শুরু হয়।
এদিকে, ওই ব্যক্তি রামদেবের পতঞ্জলি কোম্পানির বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন। ভারতছুড়ে নেসলে ম্যাগি নুডলস নিষিদ্ধ করার পরপরই রামদেবের পতঞ্জলি আটা নুডলস বাজারে ছাড়া হয়।
অবশ্য পতঞ্জলি নু্ডলস নিয়ে বিতর্ক নতুন নয়। ভুয়া লাইসেন্স নিয়ে এ নুডলস বাজারে আনার দায়ে এর আগে অভিযুক্ত হয়েছিলেন রামদেব। ফুড সেফটি এণ্ড স্ট্যান্ডার্ড অথরিটি অব ইন্ডিয়া (এফএসএসএআই) তখন জানিয়েছিল, পতঞ্জলিকে বাজারজাত করার ছাড়পত্র দেওয়া হয়নি।
বিডি-প্রতিদিন/৭ ডিসেম্বর ২০১৫/শরীফ