সারাবিশ্বে সেলফি নিয়ে মাতামাতির শেষ নেই। ছোট থেকে বড় সবাই ভুগছেন সেলফি জ্বরে। যদিও বেশ কয়েকটি দেশ ইতিমধ্যে তাদের নাগরিকদের বিপদজনক জায়গায় দাঁড়িয়ে সেলফি তুলতে নিষেধাজ্ঞা জারি করেছেন। কিন্তু কে কার কথা শোনে। এটা যেন এক ধরণের নেশা। কেউ কেউ এই নেশা থেকে মুক্তি পেতে মনোবিজ্ঞানীর দ্বারস্থ হচ্ছেন। কিন্তু তাই বলে পিল! সেলফি থেকে মুক্তি পেতে এবার পিলের সন্ধান দিলেন চিকিৎসকরা।
সেলফিতে মারাত্মক আসক্তদের জন্য বাজারে এসেছে 'অ্যান্টি-সেলফি ট্যাব'। এই ট্যাবলেই পুরুষদের দিনে একটি এবং নারীদের দিনে ৫টি পর্যন্ত খেতে বলা হয়েছে।
সেলফিতে যে শুধু সাধারণ মানুষই আসক্ত হয়ে রয়েছেন তা নয়। বিশ্ব নেতারাও এতে আসক্ত বলেই মনে হয়।
মার্কিন বাজারে আসা সেলফি মুক্তির এই ওষুধটি ক্রিসমাসের ভালো উপহার হবে বলে মনে করছেন সবাই। এই পিলের প্রতিটি বক্সের দাম পড়বে যুক্তরাষ্ট্রের মুদ্রায় ১৫.২২ ডলার।
বিডি-প্রতিদিন/০৭ নভেম্বর, ২০১৫/মাহবুব