চট্টগ্রামে একসঙ্গে ছয় সন্তানের জন্ম দিলেন রাফিয়া আনোয়ার (২৫) নামে এক মা। তবে জন্মের সময়ই মারা যায় দু'টি শিশু। নগরের জেমিসন রেডক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালে অস্ত্রোপচার ছাড়াই আজ শনিবার সকাল সোয়া দশটা থেকে এক এক করে এ ছয়টি শিশু ভূমিষ্ঠ হয়।
এটি তার দ্বিতীয়বার সন্তান প্রসবের ঘটনা। তার জেসমিন নামে তিন বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।
রাফিয়ার বাড়ি ফটিকছড়ি উপজেলায়। সেখান থেকে আজ ভোর সাড়ে সাতটার দিকে এসে তিনি জেমিসন রেডক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালে ভর্তি হন। সকাল সোয়া দশটার দিকে অস্ত্রোপচার ছাড়াই প্রথমে একটি ছেলে সন্তানের জন্ম দেন তিনি। এর কিছুক্ষণ পরে আরও পাঁচ কন্যা শিশুর জন্ম দেন। এর মধ্যে প্রথম শিশু দুটি মৃত অবস্থাতেই জন্মায়।
ডাক্তাররা জানান, ২৪ সপ্তাহের আগেই প্রসব হওয়ার কারণে বাচ্চাগুলো পরিপূর্ণ হয়নি। তাদের ওজন কম, ৬০০ গ্রাম করে। দুটি শিশুকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক ওয়ার্ডে পাঠানো হয়েছে। অন্য দু'টি জেমিসন রেডক্রিসেন্ট মাতৃসদনেই আছে। তবে শিশুদের মা রাফিয়া আনোয়ার সুস্থ আছেন।
বিডি-প্রতিদিন/০৭ নভেম্বর ২০১৫/ এস আহমেদ