বেশ কাঠখড় পুড়িয়ে ব্রাজিলের পুলিশ কর্মকর্তারা একটি ইঁদুরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন। খবরটি শুনে হাসছেন? জেনে রাখুন এটি কোনো সাধারণ ইঁদুর নয়, দেশটির আরাগুয়ানায় অবস্থিত বারা দ্য গ্রোটা নামক কারাগারে বন্দি কুখ্যাত সন্ত্রাসীদের সহযোগী!
কীভাবে ইঁদুরটি এই সন্ত্রাসীদের সহযোগিতা করত তা জানলে আপনার চোখ কপালে উঠবে। স্থানীয় পুলিশ বলেছে, ইঁদুরটি প্রশিক্ষণপ্রাপ্ত। এটি কারাবন্দী সন্ত্রাসীদের জন্য বাইরে থেকে মাদক বয়ে নিয়ে যেত। ওই সন্ত্রীদের সহযোগিরা জেলের বাইরে থেকে ইঁদুরের শরীরে মাদকের পুটলি বেঁধে দিত। আর এটি কারারক্ষীদের চোখ এড়িয়ে ভেতরে ঢুকে সন্ত্রাসীদের কাছে গেলে তারা সেই পুটলি খুলে নিত। কারাগারের সিসি ক্যামেরায় ধারণ করা ভিডিও ফুটেজ থেকে পুলিশ দেখতে পেয়েছে, এভাবে ইঁদুরটি ইতিমধ্যে ২৯ প্যাকেট মারিজুয়ানা এবং ২৩ প্যাকেট কোকেন কারাগারের বাইরে থেকে ভেতরে সরবরাহ করেছে। কারা কর্মকর্তারা জানিয়েছে, এই চারপেয়ে আসামিকে কারাগারে ঢোকানোর কোনো ইচ্ছা তাদের নেই। এটিকে কিছুদিন বন্দী রেখে দূরের কোনো জঙ্গলে ছেড়ে আসা হবে। -এবিসি নিউজ
বিডি-প্রতিদিন/০৭ নভেম্বর ২০১৫/ এস আহমেদ