প্রথমবারের মতো একজন হিজড়া পুলিশ কর্মকর্তা পেতে চলেছে ভারত। সবকিছু ঠিক থাকলে কে. পৃথিকা ইয়াসিনি (২৫)-ই হতে চলেছেন ভারতের প্রথম রূপান্তরকামী সাব-ইন্সপেক্টর (এসআই)। ইতোমধ্যে মাদ্রাজ হাইকোর্ট থেকে ফিট সার্টিফিকেট পেয়ে গেছেন ইয়াসিনি। তামিলনাড়ু রাজ্য পুলিশের এসআই পদে পৃথিকার যোগ দেওয়া এখন কেবল সময়ের অপেক্ষা।
কম্পিউটার অ্যাপ্লিকেশনে স্নাতক পৃথিকা ইয়াসিনির আসল নাম প্রদীপ কুমার। এ নামেই তার বেড়ে ওঠা, এ নামেই পড়াশোনা। পরবর্তীকালে লিঙ্গ এবং নাম পরিবর্তন করে হয়েছেন ইয়াসিনি।
তবে চাকরি পাওয়াটা মোটেই সহজ ছিল না ইয়াসিনির। তামিলনাড়ুর ইউনিফর্মড সার্ভিসেস রিক্রুটমেন্ট বোর্ডে পুলিশের চাকরির জন্য আবেদন করেন ইয়াসিনি। কিন্তু পুলিশের চাকরিতে হিজড়াদের কোন পদ না থাকায় তাঁর সেই আবেদন বাতিল করা হয়। তাছাড়া লিখিত পরীক্ষা এবং শারীরিক পরীক্ষাতেও হিজড়াদের জন্য কোন ছাড় নেই। যদিও লিখিত পরীক্ষা ছাড়াও শারীরিক পরীক্ষাতেও সফলভাবে উত্তীর্ণ হন ইয়াসিনি। এরপরেই মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। সেখানেই তাঁকে ফিট সার্টিফিকেট দিয়ে রাজ্য পুলিশের সাব-ইন্সপেক্টর পদে নিয়োগের উপযুক্ত বলে ঘোষনা দেয় হাইকোর্ট।
ইয়াসিনি জানান, 'আমি খুবই এক্সাইটেড। পুরো হিজড়া কমিউনিটির কাছে একটা নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে।'
বিডি-প্রতিদিন/০৬ নভেম্বর ২০১৫/ এস আহমেদ