বিয়ের প্রথম রাতেই এক স্ত্রী তার স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার গভীর রাতে গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া এলাকার একটি আবাসিক হোটেলে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী সাজেদা বেগমকে আটক করেছে পুলিশ।
আহতাবস্থায় স্বামী সোলাইমান ওরফে সোহেলকে (২৫) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। অন্যদিকে, স্ত্রী সাজেদা বেগমের বাড়ি কুড়িগ্রামের রৌমারী থানার বারবান্দা এলাকায়।
জয়দেবপুর থানার ভোগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, প্রেমের সম্পর্কের একপর্যায়ে গত ৩ নভেম্বর তারা বিয়ে (কোর্ট ম্যারেজ) করেন। এরপর বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে স্ত্রীকে নিয়ে সোহেল ওই হোটেলে ওঠেন। সেখানে তাদের মধ্যে কলহের একপর্যায়ে রাত পৌনে ২টার দিকে সাজেদা ব্লেড দিয়ে সোহেলের পুরুষাঙ্গ কেটে বিচ্ছিন্ন করে ফেলেন। এ সময় সোহেলের চিৎকারে হোটেলের লোকজন এসে পুলিশে খবর দেন।
তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে সাজেদাকে আটক করা হয় আর সোহেলকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে রাতেই তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডি-প্রতিদিন/০৬ নভেম্বর, ২০১৫/মাহবুব