মধ্যযুগীয় বর্বরতা বললে অনেকটা কমই বলা হবে। আফগানিস্তানের একটি উনিশ বছরের মেয়েকে নির্মমভাবে হত্যা করল দেশটির জঙ্গি সংগঠন তালেবানের সদস্যরা। দোষ?
মেয়েটি নিজের পছন্দের ব্যক্তিকে বিয়ে করার জন্য পালিয়ে গিয়েছিল। তবে অন্য এক সূত্রে খবর, তার পছন্দের বিরুদ্ধে বিয়ে দেওয়ায় সে পালিয়ে গিয়েছিল। আসলে সমাজের নিয়মকানুন ভেঙ্গে সে পালাতে চেয়েছিল! সেইজন্য পাথরের আঘাতে রোখসানা নামে এই কিশোরীকে নির্মমভাবে হত্যা করা হয়।
তার মৃত্যুর দৃশ্য ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, রোখসাহনাকে অর্ধেক মাটিতে পুঁতে রাখে তালেবানরা। তারপর তারা সঙ্ঘবদ্ধভাবে পাথর ছুঁড়ে আঘাত করতে থাকে। মেয়েটির করুণ আর্তনাদ তালেবানদের উল্লাসে যেন ঢাকা পড়ে যায়।
বিডি-প্রতিদিন/০৬ নভেম্বর, ২০১৫/মাহবুব