একই আকাশে দুই সূর্য, তাও আবার মুখোমুখি! অবাক হলেন তো? ভাবছেন তাহলে তো দুই সূর্যের মধ্যে যেকোনো সময় জোর ধাক্কা লাগবে। কিন্তু সেরকম কিছুই ঘটেনি। আসলে ঘটনাটা হলো কানাডা এবং আমেরিকার আকাশে একসঙ্গেই দেখা গেছে দু'দুটো সূর্য।
সৌরজগতের এই ঘটনাকে বলা হয় হানটারস মুন। সূর্যের কক্ষপথ পরিবর্তনের ফলে যদি সূর্যোদয়ের সময় এবং চাঁদের অস্ত যাওয়ার সময় এক হয়ে যায় আর ঠিক সেই সময় চাঁদ এবং সূর্য একে অপরের বিপরীত দিকে থাকে তাহলেই এমন ঘটনা ঘটে। অর্থাৎ যা দেখে দুটো সূর্য মুখোমুখি হচ্ছে বলে মনে হয়েছে তা চাঁদ এবং সূর্যের মুখোমুখি হওয়ার ঘটনা।
শুধু বিশেষ কোণ এবং ডিগ্রিতে থাকার জন্য সূর্যের আলো চাঁদে এত জোরে প্রতিফলিত হয়, যে মনে হয় দুটো সুর্য আকাশে রয়েছে। প্রায় দুদিন ধরে একই অবস্থায় থাকে চাঁদ এবং সূর্য। আর এবার কানাডা এবং আমেরিকার আকাশে এই ঘটনা দেখেই হতবাক হয়ে যায় মানুষ।
বিডি-প্রতিদিন/ ০৫ নভেম্বর, ২০১৫/ রশিদা