রাস্তায় থুতু ফেললে হবে আর্থিক জরিমানা। ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের পথঘাট পরিচ্ছন্ন রাখতে কড়া আইন আনছে মহারাষ্ট্রের দেবেন্দ্র ফডনবিস সরকার।
সরকারি-বেসরকারি তরফে প্রকাশ্যে থুতু ফেলার কু-অভ্যাস বন্ধ করতে এযাবৎ বহুল প্রচার হলেও বিশেষ ফল মেলেনি। পথচারীদের শিক্ষা দিতে শেষ পর্যন্ত কড়া পদক্ষেপ করতে চলেছে মহারাষ্ট্র সরকার। নতুন আইন অনুযায়ী প্রথমবার রাস্তায় থুতু ফেলার অপরাধে এক হাজার রুপি জরিমানা ধার্য করা হবে। সেই সঙ্গে একদিন সরকারি হাসপাতাল অথবা সরকারের কোন দপ্তরে পরিচ্ছন্নকর্মীর কাজ করতে হবে অভিযুক্তকে।
দ্বিতীয়বার একই অপরাধ প্রমাণিত হলে অভিযুক্তের ৩ হাজার রুপি জরিমানা এবং তার সঙ্গে তিন দিন হাসপাতাল বা সরকারি অফিস পরিষ্কারের কাজ করতে হবে। এতেও যদি ফল না পাওয়া যায়, তবে বাড়বে শাস্তির মাত্রা। দ্বিতীয়বার অপরাধ করার পরেও যদি একই ব্যক্তিকে ফের রাস্তায় থুতু ফেলতে দেখা যায়, তাহলে ৫ হাজার রুপি জরিমানা দিতে হবে এবং সেই সঙ্গে ৫ দিন সরকারি হাসপাতাল বা অফিস পরিষ্কারের কাজ করতে হবে। জানা গিয়েছে, জরিমানার অর্থ সরকারি স্বাস্থ্য সুরক্ষা খাতে খরচ করা হবে।
মহারাষ্ট্র সরকারের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর দীপক সাওয়ান্ত জানিয়েছেন, আগামী ডিসেম্বরের মধ্যে নতুন আইনের খসড়া চূড়ান্ত হবে। সরকারের আশা, নতুন আইনটি বলবত্ হলে গুটখা, খৈনি ও পানমশলার নেশায় লাগাম দেওয়া সম্ভব হবে। এই সমস্ত নেশায় আসক্তদের ঘন ঘন থুতু খেলার অভ্যাস রয়েছে। জরিমানার ভয়ে নেশার মাত্রাও কমতে বাধ্য বলে মনে করছে প্রশাসনিক মহল।
বিডি-প্রতিদিন/০৪ নভেম্বর, ২০১৫/মাহবুব