ভারতের পশ্চিমবঙ্গের মালদহের সাপুড়ে যুবক মিঠুন মণ্ডল সবসময় গলায় সাপ জড়িয়ে ঘুরে বেড়াতেন। কণ্ঠে থাকত সর্পদেবী মনসার গান। কিন্তু সেই সাপের ছোবলেই প্রাণ যায় তার। গত শুক্রবার সাপের কামড়ে মারা যান মিঠুন। আর সেই থেকে চলছে তাকে জীবিত করার নানা প্রচেষ্টা!
শনিবার সমাধি থেকে মিঠুনের লাশ তোলা হয়। দিনভর চলে ঝাড়ফুক। না, তার দেহে প্রাণ ফিরে আসেনি। কিন্তু কবিরাজ নাছোড় বান্দা। এমন অনেক মানুষকে তিনি বাঁচিয়ে তুলেছেন বলে দাবি তার। ঘটনাটি পুলিশের কানে যায় এবং পুলিশের তৎপরতায় মিঠুনের লাশ আবার সমাধিস্থ করা হয়।
কিন্তু এখানেই শেষ নয়। একদিন বাদে সোমবার সকালে আবার তোলা হয় মিঠুনের লাশ। ততক্ষণে তার লাশে পচন ধরেছে। কিন্তু কবিরাজ তাতে ক্ষান্ত না হয়ে আবার ঝাড়ফুকে মেতে ওঠেন। চারদিকে জ্বালানো হয় ধুপের কাঠি। হয়ত পচা লাশের গণ্ধ তাড়াতেই। দিনভর চলে চেষ্টা। না, মিঠুন বেঁচে ওঠেনি। অবশেষে ফের তাকে সমাধিস্থ করা হয়।
তথ্যসূত্র : জিনিউজ অনলাইন।
বিডি-প্রতিদিন/০৩ নভেম্বর ২০১৫/ এস আহমেদ