পাকিস্তানের লাহোরে পুলিশ দলের ওপর হামলা ও হত্যাচেষ্টা মামলায় অভিযুক্ত করা হয়েছে নয় মাসের এক শিশুকে। মুসা নামের ওই শিশুকে গ্রেফতারের পর লাহোর অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতে হাজির করে পুলিশ। বিচারক রাফাকাত আলী ১২ এপ্রিল পর্যন্ত মুসার জামিন মঞ্জুর করেন এবং পুলিশকে তদন্ত প্রতিবেদন পেশ করার নির্দেশ দিয়েছেন।
লাহোরের মুসলিম টাউন এলাকায় পুলিশের অভিযানের সময় পুলিশ দলের ওপর হামলা ও হত্যাচেষ্টার মামলায় মুসা ও তার বাবা আহম্মদকে গ্রেফতার করে পুলিশ।
মুসার আইনজীবী ইরফান তারার বলেন, আদালতে শুনানির জন্য মুসাকে পরবর্তী ধার্য তারিখেও হাজির করতে হবে। পুলিশ নির্দোষ ঘোষণা করে রিপোর্ট দিলেই কেবল মুসার স্থায়ী জামিন হতে পারে।
পাকিস্তান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা রানা জব্বার বলেন, ভুলের কারণে ওই শিশুকে মামলার আসামি করা হয়েছে। তাকে আসামি করে মামলা করায় ইন্সপেক্টর কাসিফ আহমেদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মুসার বাবা আহম্মদ বলেছেন, “পুলিশ আমাকে ও আমার নয় মাসের শিশুসহ আরো ২৫ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। আমার অপরাধ এলাকার বিদ্যুৎ সাপ্লাইয়ের অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করেছি।” সূত্র: দৈনিক জাগরণ (হিন্দি)