ফের নতুন ঘোষণা ভারতের স্পাইসজেটের। প্রতিদ্বন্দ্বিতার বাজারে টিকে থাকতেই দেশটির এই ঘোষণা। আর তা হলো এক টাকা (ট্যাক্স এবং ফিস অতিরিক্ত) বেস ফেয়ারে ডমেস্টিক এয়ার টিকিট বুক করা যাবে। মঙ্গলবার এয়ারলাইন্স সংস্থার পক্ষ থেকে বলা হয়, এ ক্ষেত্রে ফুয়েল সারচার্জ নেওয়া হবে না। ১ জুলাই ২০১৪ থেকে ২৮ মার্চ ২০১৫ পর্যন্ত এই বেস ফেয়ারেই টিকিট বুক করা যাবে।
স্পাইসজেটের ঘোষণা, প্রথমদিকে গরমের জন্য চালু স্পাইসজেটের নতুন ডোমেস্টিক রুটের জন্য এই বেস ফেয়ারে টিকিট বুক করা যাবে। স্পাইসজেটের ওয়েবসাইট, ট্রাভেল পোর্টাল এবং ট্রাভেল এজেন্টের মাধ্যমে টিকিট বুক করা যাবে।
এছাড়া যাত্রার দিনে এবং বিশেষ ফ্লাইটে ৭৯৯ এবং ১৪৯৯ টাকায় (ট্যাক্স এবং ফিস অতিরিক্ত) আকর্ষণীয় স্কিম রয়েছে। তবে এই অফার মাত্র কয়েকটি আসনের জন্য।